ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের জেএসডির শুভেচ্ছা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের জেএসডির শুভেচ্ছা আ স ম আবদুর রব ও আবদুল মালেক রতন

ঢাকা: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দলের দপ্তর সম্পাদক এস এম আনছার উদ্দিনের পাঠানো এক বার্তায় তারা এ শুভেচ্ছা জানান।



বার্তায় জেএসডি সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, দুর্গাপূজার মূল শিক্ষা হচ্ছে সমাজ ও দেশ থেকে অশুভ শক্তি, দ্বন্দ্ব ও চিরস্থায়ী হওয়ার অপমানসিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এ চেতনা থেকে দুর্গোৎসব পালিত হলেই তা স্বার্থক হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।