ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচনে না আসায় বিএনপি এখন ছিন্নভিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নেওয়া ছিল খালেদা জিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক ভুল সিদ্ধান্ত। যে ভুলের মাশুল আজ তাকে ও তার দলকে দিতে হচ্ছে।

নির্বাচনে না আসায় তার দল বিএনপি এখন ছিন্নভিন্ন।

দেশের সংবিধান অনুযায়ী আগামি ২০১৯ সালে নির্ধারিত সময়ে নির্বাচন হবে। আর ওই নির্বাচন ঠেকানোর চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারাপাড়া কলেজে নাটুয়ারাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন প্রতিহতের নামে নিরীহ মানুষ খুন, জ্বালাও-পোড়াও করে জনগণের জান-মালের ক্ষতি করেছেন। আর এ কারণেই জনগণ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ২০১৯ সালের নির্বাচনে ক্ষমতায় আসতে হলে আবার আপনাকে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। সুস্থ্য ধারার রাজনীতির মাধ্যমেই তা সম্ভব।

আওয়ামী সরকারের উন্নয়নের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এতে বিশ্ব নন্দিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের কাছে পুরস্কৃত হয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন নাটুয়ারাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসহাক উদ্দিন।

এতে আরও বক্তব্য রাখেন-সাবেক এমপি তানভীর শাকিল জয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নুর হোসেন তালুকদার, স্বাস্থ্য প্রকৌশল  অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল আহমেদুল কবীর, পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী প্রমুখ।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি ও নাটুয়ারপাড়া কলেজের নবনির্মিত তিন তলা ভবনের উদ্বোধন এবং মনসুরনগরে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুপুরে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে করে মনসুরনগর আসেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।