ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
সিলেটে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী কারাগারে

সিলেট: সিলেটে ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-জামায়াতের আট নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মনির উদ্দিন পাটোয়ারি এ দণ্ডাদেশ ঘোষণা করেন।



জামিন নামঞ্জুর হওয়া আসামিদের মধ্যে রয়েছেন সিলেটের গোলাপগঞ্জের বিশেষ ক্ষমতা আইনের মামলায় (মামলা নম্বর-৩৪) গ্রেফতার নুরুল আম্বিয়া চৌধুরী, জামিল, কামাল হোসেন, তাজির আহমেদ, বাদল আহমেদ, আশরাফুল।

এছাড়াও একই মামলায় গ্রেফতার জকিগঞ্জের মাহতাব উদ্দিন, আহাদুর রহমান মুন্না, শামসুল ইসলাম ও আবুল কালাম আজাদের জামিন না মঞ্জুর করেন আদালত।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম বাংলানিউজকে বলেন, দেশব্যাপী অবরোধ চলাকালে সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জ পৌর শহরে ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের মামলায় তাদের জামিন নামঞ্জুর হয়।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এনইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।