ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বিদেশি হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
বিদেশি হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: বাংলাদেশে বিদেশি নাগরিক হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা এবং বিদেশিদের নিয়ে নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ-সংশয় তা অযোক্তিক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব শেষ হচ্ছে।

২৯ হাজার মণ্ডপে কোথাও কোনো শান্তি বিঘ্নিত হয়েছে এমন তথ্য এখন পর্যন্ত নেই। এ দুর্গো উৎসব প্রমাণ করে দেশে কোনো অশান্তি নেই।
 
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালি বাড়িতে দুর্গা প্রতিমা পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন।

এসময় জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
 
নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদেশে স্থানীয় নির্বাচন দলীয় ভিত্তিতে হয়, আমাদের গণতন্ত্রকে আরো প্রাতিষ্ঠানিক রূপ  দেওয়ার জন্য আজকে তৃণমুল পর্যায়ে এই নির্বাচন ব্যবস্থা চালু করতে যাচ্ছি। স্থানীয় নির্বাচন, আমাদের দল সিদ্ধান্ত  নিয়েছেন তৃণমূল বোর্ড হবে, প্রার্থী বাচাইযের ক্ষেত্রে ঢাকা থেকে চাপিয়ে দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।