ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

দেশে ফিরেছেন জাপা নেতা দেলোয়ার হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
দেশে ফিরেছেন জাপা নেতা দেলোয়ার হোসেন

ঢাকা: চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন তিনি।


 
অধ্যাপক দেলোয়ার হোসেন খানকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির খিলগাঁও থানা শাখার সভাপতি আবুল বাসার বাসু, সাধারণ সম্পাদক জমির আলী, সবুজবাগ থানার সভাপতি এম কাইয়ুম, যুগ্ম সম্পাদক মির্জা রবি সিংহ, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিনসহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। এ সময় নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
 
অধ্যাপক দেলোয়ার হোসেন খান কিডনি ও লিভার জনিত জটিলতার চিকিৎসার জন্য গত ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রে যান। দীর্ঘ দুই মাস চিকিৎসা শেষে দেশে ফিরলেন তিনি।
 
অসুস্থতা জনিত কারণে অনেকদিন ধরেই জাতীয় পার্টির কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন খান। দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
 
দেলোয়ার হোসেন খান বাংলানিউজকে জানান, আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির ওপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছে। তারা এখন এরশাদের দিকে তাকিয়ে আছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।