ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সবাই মিলে সংকট সমাধান করুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
সবাই মিলে সংকট সমাধান করুন লে. জে. (অব.) মাহবুবুর রহমান

ঢাকা: সাম্প্রতিক সময়ের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলা ও সংকট সমাধানে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।
 
শনিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।


 
রাজধানীর পুরান ঢাকার হোসেনী দালানের সামনে আশুরার মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলা, দুই বিদেশি নাগরিক হত্যা ও গাবতলীতে ছুরিকাঘাতে এএসআই ইব্রাহিম মোল্লার (৩৭) নিহত হওয়ার ঘটনা তুলে ধরে এসব সংকট সমাধানে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
 
মাহবুবুর রহমান বলেন, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিদেশিরা উদ্বিগ্ন। সংকট সমাধানে সবাই মিলে এগিয়ে যেতে হবে।
 
হোসেনী দালানের সামনে বোমা হামলার ঘটনা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, মহান আশুরার দিনের পবিত্রতাকে গতকাল তছনছ করে দেওয়া হয়েছে। আমি বাংলাদেশে কখনও শিয়া-সুন্নি দ্বন্দ্ব দেখিনি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
 
দু‘জন বিদেশি নাগরিক হত্যার কথা তুলে ধরে মাহবুবুর রহমান বলেন, আজও এর সুরাহা হয়নি। আন্তর্জাতিক অঙ্গন ও দেশের মানুষ এখন উদ্বিগ্ন।
 
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।
 
বিদেশি নাগরিক হত্যা, এএসআই নিহত হওয়ার ঘটনায় সরকার কোনো তদন্ত ছাড়াই বিশ দলীয় জোটকে দায়ী করছে বলেও অভিযোগ করেন শফিউল আলম প্রধান।
 
এসব ঘটনার জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, সরকারকে এর জবাব দিতে হবে। দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন জাগপা প্রধান।
 
সরকারের পতন অনিবার্য মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে কিভাবে হোসেনী দালানে হামলা হয়েছে? প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এমইউএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।