ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মুন্সীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন, সম্পাদক মাহাবুবুর

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
মুন্সীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন, সম্পাদক মাহাবুবুর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মহিউদ্দিন আহমেদকে সভাপতি ও মাহাবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট  নতুন কমিটি করা হয়েছে।  

শনিবার (২৪ অক্টোবর) মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শেষে এ কমিটি ঘোষণা করা হয়।



সদরের মুক্তারপুর কদমরসুল হিমাগারে অনুষ্ঠিত এ সম্মেলনে সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক ।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, শহর বিএনপির সভাপতি একেএম ইরাদত মানু, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ, মিরকাদীম পৌর বিএনপির সভাপতি জসিমউদ্দিন আহম্মেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।