ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নীলফামারীতে ২ শিবির কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
নীলফামারীতে ২ শিবির কর্মী আটক

নীলফামারী: নাশকতার আশঙ্কায় নীলফামারীতে দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।  
 
বুধবার (২৮ অক্টোবর) ভোরে শহরের ডিসি অফিস চত্বর থেকে তাদের আটক করা হয়।

 
 
আটকরা হলেন- সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের সিংগিমারী গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে আব্দুল জলিল (১৮) ও রামনগর ইউনিয়নের চরচরাবাড়ি গ্রামের তৈয়ব আলীর ছেলে আব্দুর রাজ্জাক (২০)।  
 
পুলিশ জানায়, ভোরে ডিসি অফিস মোড়ে সরকার বিরোধী পোস্টার লাগাচ্ছিলেন জলিল ও রাজ্জাক। এ সময় টহল পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
 
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে বলেন, দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।