ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বিদেশি হত্যায় বিএনপিকে জড়িয়ে ষড়যন্ত্র চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
বিদেশি হত্যায় বিএনপিকে জড়িয়ে ষড়যন্ত্র চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপিকে জড়িয়ে নতুনভাবে ষড়যন্ত্র করছে সরকার।

তিনি বলেন, আওয়ামী লীগের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন।

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে যেকোনো মূল্যে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে মেহেরপুর জেলা কমিউনিটি সেন্টারে জেলা মহিলা দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা মহিলা দলের সভাপতি ও মেহেরপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহাম্মেদ।

জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমানুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ হালিমা আড়লি ও সাংগাঠনিক সম্পাদক বিলকিস ইসলাম।
 
সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মাসুদ অরুন, সাংগাঠনিক সম্পাদক ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।