ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

গোবিন্দগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
গোবিন্দগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান সরকারের ছেলে আশিকুর রহমান সাম্য হত্যার বিচার দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) হরতাল চলাকালে গোবিন্দগঞ্জের সব পেশাজীবী সংগঠন ও সাম্য মঞ্চের যৌথ উদ্যোগে দফায়-দফায় বিক্ষোভ মিছিল বের করা হয়।



হরতালে পৌর শহরের সব ধরনের বিপণি বিতান, মার্কেট ও বাজার বন্ধ ছিল। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গত ২৫ অক্টোবর পৌরসভার বটতলী এলাকার একটি সেপটিক ট্যাংক থেকে হাত-পা বাঁধা অবস্থায় সাম্যের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

সাম্যের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলে বাংলানিউজকে জানান, সাম্য মঞ্চের আহ্বায়ক সাবেক এমপি মুক্তিযোদ্ধা লুৎফর রহমান চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।