ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বিবেকবানরা বিএনপি থেকে বেরিয়ে যাবেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
বিবেকবানরা বিএনপি থেকে বেরিয়ে যাবেন মাহবুব উল আলম হানিফ

ঢাকা: বিএনপি থেকে পদত্যাগ করায় দলটির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলছেন, এক সময় বিএনপিতে থাকা বিবেকবান ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা এভাবে বেরিয়ে যাবেন।
 
বৃহস্পতিবার (অক্টোবর ২৯) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কথা বলেন তিনি।


    
৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আগামী ২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। জনসভাকে সফল করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলদের সঙ্গে এ যৌথ সভার আয়োজন করা হয়।
 
শমশের মবিনের পদত্যাগকে স্বাগত জানিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, আমার বিশ্বাস বিএনপির মধ্যে এখনো যারা বিবেকবান মানুষ আছেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তারা প্রত্যেকেই এই দল থেকে বেরিয়ে আসবেন।
 
তিনি বলেন, খালেদা জিয়া-তারেক রহমানকে বাদ দিয়ে বিএনপিকে ঢেলে সাজাবেন। তাহলেই বিএনপি মানুষের আস্থা অর্জন করতে পারবে।
 
বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি অনাস্থা ও হতাশা প্রকাশ করে শমসের মবিন দল থেকে পদত্যাগ করেছেন বলেও মন্তব্য করেন হানিফ।
 
দুই বিদেশি হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, ব্যক্তিগতভাবে কেউ হত্যা করলে এর দায় তাকেই নিতে হবে, বিএনপি নেবে না।

বিএনপি নেতার এ বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তাকে জিজ্ঞাসা করতে চাই, কাইয়ুম সাহেব ব্যক্তিগতভাবে কেন সেখানে হত্যা করতে যাবেন? এ ব্যাপারে নজরুল সাহেব সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। কিন্তু জাতি এটা বোঝে, জানে। এটা কাইয়ুম সাহেবের ব্যক্তিগত বিষয় নয়। এ হত্যাকাণ্ড রাজনৈতিক হত্যাকাণ্ড।
 
বিদেশি হত্যার দায় বিএনপি ও তার শীর্ষ পর্যায়ের নেতাদেরও নিতে হবে মন্তব্য করে হানিফ আরও বলেন, কাইয়ুম সাহেবকে কে নির্দেশ দিয়েছিলেন, সেটা খুঁজে বের করা দরকার। এই হত্যাকাণ্ড লন্ডন ষড়যন্ত্রের অংশ। এই হত্যাকাণ্ড এখানকার কোনো নির্দেশে হয়নি। লন্ডন থেকে নির্দেশ আসার কারণেই হয়েছে। তদন্ত কর্মকর্তাদের অনুরোধ করব, এটা খুঁজে বের করতে।
 
সভায় অন্যান্যের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, দক্ষিণের মেয়র সাঈদ খোকনও উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।