ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

কাইয়ূম-সোহেলে ধরাশায়ী হবে আ’লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
কাইয়ূম-সোহেলে ধরাশায়ী হবে আ’লীগ ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত হচ্ছে দাবি করে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণ বিরুদ্ধে গেলে এসব কাজ হবে না। হয়তো এমন দিন, আসবে আমাদের এসব নেতাদের কাছে আওয়ামী লীগের বড় বড় নেতারা ধরাশায়ী হবেন।



বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, সাঁড়াশি আক্রমণের শিকার বিএনপি নেতারা। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপির বিজয় ঠেকাতে পারবে না, এমন বাস্তবতা জেনে বিএনপি নেতাদের উপর তারা চড়াও হয়েছে। ঢাকার সাবেক মেয়র খোকাকে দণ্ড দিয়েছে। হাবিবুন নবী খান সোহেল, আব্দুল কাইয়ূমকে মিথ্যা মামলায় জড়ানোর চক্রান্ত চলছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণ বিপক্ষে গেলে এসব ষড়যন্ত্র-চক্রান্তে কাজ হবে না। আমাদের এসব নেতা-কর্মী নির্বাচনে দাঁড়ালে আওয়ামী লীগের বড় বড় নেতারাও ধরাশায়ী হবেন।

নজরুল ইসলাম দাবি করেন, এখন অনেক লোক সন্দেহ করে, বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করা যায়নি বলে এসব মামলায় জড়িয়ে তাদের সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করতে চায় সরকার।

তিনি বলেন, আমরা সব হত্যার বিচার চাই। বিএনপি নেতাদের হত্যাকারীদেরও বিচার চাই। তবে, এ বিচার সঠিক তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে হতে হবে।

যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক অমলেন্দু দাস অপু, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এসইউজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।