ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জেএসডি’র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শুক্রবার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
জেএসডি’র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শুক্রবার

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দলের শহীদ, প্রয়াত ও সাবেক নেতা/সংগঠকদের অবদানের স্মরণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।



আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। আলোচনায় অংশগ্রহণ করবেন কমরেড খালেকুজ্জামান, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.), ড. বদিউল আলম মজুমদার, অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, আবদুল মালেক রতন, মোস্তফা মহসীন মন্টু, এস এম আকরাম, সুলতান মো. মনসুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।