ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

স্থানীয় নির্বাচন

একক প্রার্থী নিশ্চিতে কঠোর হবে আ’লীগ

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
একক প্রার্থী নিশ্চিতে কঠোর হবে আ’লীগ

ঢাকা: প্রথমবার দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বাড়তি সর্তকতা নেবে আওয়ামী লীগ। একক প্রার্থী নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেবে দলটি, থাকবে সাংগঠনিক শাস্তির ব্যবস্থাও।



যোগ্যপ্রার্থী বাছাইয়ের পাশাপাশি একক প্রার্থী নিশ্চিত করতে দলের বিভিন্ন স্তরে শক্তিশালী কাঠামো গঠনেরও চিন্তা করছে দলটি।

আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বাংলানিউজকে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিপুল সংখ্যক প্রার্থী বাছাইয়ের বিষয়টি সরাসরি কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করাটা কঠিন। প্রার্থী ঠিক করতে বিভাগ, জেলা বা থানা পর্যায়ে কমিটি করা হতে পারে। আগামী কার্যনির্বাহী কমিটির বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো আওয়ামী লীগের দলীয় ফোরামে কোনো আলোচনা না হলেও দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তা-ভাবনা চলছে।

সহসাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যানির্বাহী কমিটির সভা ডাকা হবে। সভায় আলোচনা হবে নির্বাচনের বিষয়ে।

নির্বাচনটি স্থানীয় সরকারের হলেও প্রতীক দলীয় হওয়ায় এবার ফলাফল দলের ভাবমূর্তিও ওপর প্রভাব ফেলবে মনে করছেন অনেকে। বিশেষ করে বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির নৌকা ও ধানের শীষের লড়াইটা বেশ জমে উঠবে।

বিএনপির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত না নিলেও শেষ পর্যন্ত দলটি নির্বাচনে আসবে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা। তাই নির্বাচনী লড়াইয়ে ভালো ফল পেতে সব ধরনের প্রস্তুতি নেবে দলটি। এক্ষেত্রে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন একক প্রার্থী নিশ্চিতের বিষয়টি।

প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এলাকায় জনপ্রিয়তার প্রাধান্য থাকবে সবচেয়ে বেশি। এছাড়া দলীয় কোন্দল, দলের অন্য নেতা-কর্মীদের সঙ্গে সর্ম্পক, দলের প্রতি আনুগত্য, দলের প্রতি কতটা ত্যাগী- এ বিষয়গুলো গুরুত্ব দেওয়া হবে।

প্রার্থী বাছাইয়ে আগে আওয়ামী লীগের পক্ষ থেকে কয়েকটি জরিপ চালানো হবে। জরিপের ফলাফলের সঙ্গে স্থানীয় নেতা-কর্মীদের মতের সমন্বয় করে প্রার্থী চ‍ূড়ান্ত করা হবে।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন বাংলানিউজকে বলেন, নির্বাচনী মেকানিজম নিয়ে কার্যনির্বাহী কমিটির বৈঠকে আলোচনা হবে, সিদ্ধান্ত হবে। এখন যেসব চিন্তা-ভাবনা চলছে বা যেসব কথা শোনা যায় সেগুলো ব্যক্তিগত পর্যায়ের চিন্তা-ভাবনা।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, কার্যনির্বাহী কমিটির বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা, প্রার্থী বাছাইসহ সব বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত ঠিক হবে। সেখানে আলোচনা হবে প্রার্থী বাছাইয়ে কোন পর্যায়ে কমিটি গঠন করা হবে।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।