ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

আরো অনেকেই বিএনপি ছেড়ে যাবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
আরো অনেকেই বিএনপি ছেড়ে যাবে ছবি: শাকিল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শুধু শমসের মবিন চৌধুরীই নয়, আরো অনেকেই বিএনপি ছেড়ে যাবেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর পোস্তগোলায় শ্মশানঘাট থেকে ঢাকা নদীবন্দর পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তার নির্মাণকাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।



নৌমন্ত্রী বলেন, বিএনপি আদর্শহীন দল। যার আদর্শ নেই, তার কোনো গুণাবলী নেই। বীজগণিতের মতো রাজনীতির অংক মেলাতেও সূত্র লাগে। বিএনপির কোনো সূত্র নেই।

তিনি বলেন, তারেক রহমান দেশে যে রাজনীতি চালু করেছেন, কোনো ভদ্রলোক তাদের সঙ্গে যাবেন না। যারা যান, তাদের মধ্যে মানবিক মূল্যবোধ নেই।

মন্ত্রী বলেন, যারা বিএনপি ছেড়ে যাচ্ছেন, তারা বুঝতে পেরেছেন বিএনপির কোনো ভবিষ্য‍ৎ নেই।

বিএনপি থেকে আর কারা চলে যাবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সময়মতো খবর পাবেন। এই যে মওদুদ সাহেব তিনি এখন কোথায়?

তিনি আরো বলেন, এ শ্মশানঘাটে ৬তলা বিশিষ্ট অত্যাধুনিক টার্মিনাল করা হবে। সদরঘাটে মানুষ ও লঞ্চের যে চাপ তাতে স্থান সংকুলান হয়না। তাই এখানে টার্মিনাল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বব্যাংক এ প্রকল্পে কাজ করার আগ্রহ দেখিয়েছে। আগামী তিন বছরের মধ্যে এ কাজ শেষ করা হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসইউজে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।