ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

শমসের মবিনের পদত্যাগ নেতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
শমসের মবিনের পদত্যাগ নেতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শমসের মবিন চৌধুরীর দল থেকে পদত্যাগ বিএনপির নেতিবাচক রাজনীতির হতাশাব্যঞ্জক বহিঃপ্রকাশ।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় নোয়াখালী শহরের চৌমুহনীতে বেগমগঞ্জ-ফেনী সড়কটি মুক্তিযোদ্ধা গাজী আমিন উল্যার নামে নামকরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



মন্ত্রী বলেন, রাজনৈতিক ময়দানে আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব ক্ষেত্রেও তারা ব্যর্থতার চোরাবালিতে আটকা পড়েছে।

তিনি আরো বলেন, এখন কোনো কূল-কিনারা না পেয়ে তাদের দল থেকে শীর্ষ রাজনৈতিকরা পদত্যাগের মাধ্যমে সরে যাচ্ছেন। শমসের মবিন চৌধুরীর পদত্যাগ তারই সূচনা।

এ সময় তিনি বৃহত্তর নোয়াখালী (ফেনী-লক্ষ্মীপুর-নোয়াখালী) মহাসড়কটি ২৪ ফুট থেকে ৩০ ফুটে উন্নতিকরণসহ সোনাপুর-জোড়ালগঞ্জ সড়ক দ্রুত সম্পন্ন করার ঘোষণা দেন।  

পরে মন্ত্রী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান হিসেবে যোগদান করেন।

এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মাহে আলম, জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।