ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

টেন্ডারবাজের কবল থেকে মায়ের পেটের শিশুও নিরাপদ নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
টেন্ডারবাজের কবল থেকে মায়ের পেটের শিশুও নিরাপদ নয় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: টেন্ডারবাজের কবল থেকে মায়ের পেটের শিশুও নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া টিপু।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শাখা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, এরশাদ সরকারের আমলে মওকুফ করা মসজিদ-মাদ্রাসার বিদ্যুৎ বিল দুই নেত্রী এসে সংযুক্ত করেছেন। প্রান্তিক মানুষের কাছে সেবা পৌঁছে দিতে এরশাদের চালু করা উপজেলা ব্যবস্থাও বাতিল করেছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। উপজেলা ব্যবস্থা খালেদা জিয়ার কাছে 'উপজ্বালায়' পরিণত হয়েছিল।

তিনি আরও বলেন, দেশের কোথাও এখন আইনের শাসন নেই। বর্তমান সরকারের দলীয় কর্মীরা শুধু নিজেদের পকেট ভারি করছে।


নবীনগর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক ইধন খানের সভাপতিত্বে অনু্ষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় জাতীয় পার্টির শিল্প বিষয়ক সম্পাদক ও নবীনগর উপজেলা শাখার সভাপতি কাজী মামুনুর রশীদ।
 
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান সহিদ।

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদ খান, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি সৈয়দ মোকাব্বের, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা।

সম্মেলনে পৌর কমিটির আহ্বায়ক ইধন খানকে সভাপতি, আব্দুল কুদ্দুছকে সাধারণ সম্পাদক ও মো. আলমগীরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

আগামি ১৫ দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।