ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

রাবি শিবিরের ৩ কর্মী কারাগারে

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
রাবি শিবিরের ৩ কর্মী কারাগারে

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হল থেকে শিবির সন্দেহে আটক তিন ছাত্রকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় পুলিশ।


 
এরা হলেন, রাবির সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাদিসুর রহমান, আমিনুল ইসলাম ও শাফিউল্লাহ হক।

এরআগে বৃহস্পতিবার শহীদ শামসুজ্জোহা হলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দিবাগত রাত ১টার দিকে হল থেকে শিবির সন্দেহে তাদের আটক করা হয়।

নগরী মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তারা সবাই শিবির কর্মী বিষয়টি নিশ্চিত হওয়ার পর চলতি বছরের ৬ জানুয়ারি দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।