ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সাভার আ’লীগ সা. সম্পাদকের ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
সাভার আ’লীগ সা. সম্পাদকের ওপর হামলা মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সাভার (ঢাকা): সাভারে দলীয় হামলার শিকার হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলী হায়দার (৫২)।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানের বাসভবনে আয়োজিত প্রস্তুতি সভায় এ হামলার ঘটনা ঘটে।



হামলা ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বাসায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আওয়ামী লীগ নেতা আলী হায়দার ১৩ বছর ধরে দলের সাভার উপজেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গত বছরের ডিসেম্বরে কাউন্সিলে তিনি পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়নি। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে।

আলী হায়দার বাংলানিউজকে জানান, সাংসদ ডা. এনামুর রহমানের তালবাগের বাসায় আওয়ামী লীগের প্রস্তুতি সভায় ১২টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতে সভা শুরু হয়। সভার এক পর্যায়ে বেশ কয়েকজন কর্মী আমাকে গালাগাল শুরু করে। পরে প্লাস্টিকের চেয়ার নিয়ে আমাকে মাথায় ও হাতে আঘাত করে।

আহত অবস্থায় তিনি সাংসদের বাসায় গিয়ে আশ্রয় নেন। পরে নেতা-কর্মীদের সহায়তায় সেখান থেকে বেরিয়ে আসেন আলী হায়দার।

সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফিরোজ কবির এ ব্যাপারে বলেন, এ হামলা দুঃখজনক ও নজিরবিহীন।

এদিকে হামলার ঘটনায় হায়দারপন্থিরা উত্তেজিত হলে যেকোন ধরনের সংঘাতের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সাভারে।

আলী হায়দার জানান, বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন। তবে জড়িতদের কেউ এখনও গ্রেপ্তার হয়নি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫/আপডেট: ১৮১০ ঘণ্টা
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।