ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নতুনত্ব থাকবে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
নতুনত্ব থাকবে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান বর্ণাঢ্য, জাঁকজমকপূর্ণ ও আনন্দমুখর হবে বলে জানিয়েছে সংগঠনটি। এছাড়া অনুষ্ঠানের প্রতিটি ক্ষেত্রে থাকবে নত‍ুনত্ব ও সৃজনশীলতার ছোঁয়া।



শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের যুবলীগ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরণ, যুবনেতা শেখ ফজলে ফাহিম, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, কাজী আনিসুর রহমান, ইকবাল মাহমুদ বাবলু, মনিরুল ইসলাম হাওলাদারসহ কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’। জনগণের ক্ষমতায়ন হলো, উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশ নেওয়া, দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে জনগণের মতামত দেওয়ার সুযোগ।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসইউজে/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।