ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
বগুড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়া: বগুড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
 
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


 
সদর থানা যুবদলের সভাপতি রাফিউল ইসলাম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন।
 
আরও বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, সহ-সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না, জেলা যুবদল নেতা আলী হায়দার মিঠু, এসএম আলাল মোল্লা, অধ্যক্ষ শাহীন, সেলিমুজ্জামান সেলিম, সুলতান আহম্মেদ, আবু সিদ্দিকী রিপন, মহররম হোসেন টফিন, মনোয়ার হোসেন হিরা।
 
এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল জলিল, জহুরুল ইসলাম ফুয়াদ, আলতাব, জাহেদ, কমরেড, ফয়সাল, শামীম, ফারুক, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, রোকন, আপেল, মানিক, চেরু, রনি, বাবু, মুন্না, সিজু, পারভেজ, রুবেল, শিবলী, রাসেল, অভিসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভা শেষে দলের উপস্থিত নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
 
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এমবিএইচ/আইএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।