ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ ২, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
কুমিল্লায় ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ ২, আটক ১ ছবি: প্রতীকী

কুমিল্লা: কুমিল্লা নগরীর বালুতুপা এলাকায় তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে রাসেল (২৫) নামে ছাত্রলীগের এক কর্মীসহ দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।

অপর গুলিবিদ্ধ ব্যক্তির নাম বাবুল (৪২)।

তিনি একটি কোম্পানির শ্রমিক বলে জানা গেছে।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে পিস্তলসহ ছাত্রলীগ নেতা রনিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহত রাসেল ও বাবুলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি নগরীর বালুতুপা এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগ নেতা রনি ও ছাত্রলীগ কর্মী রাসেলের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। এ সময় রাসেল পেটে ও বাবুল হাতে গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রলীগ নেতা রনিকে পিস্তলসহ আটক করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান বাংলানিউজকে জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। ঘটনাস্থল থেকে পিস্তলসহ একজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।