ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার উপশহর ওলির বাজার এলাকায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ গ্রেফতারকৃত সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বগুড়া জেলা জামায়াত ।
 
শনিবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ৮টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করে দলটি।


 
বাংলাদেশ জামায়াতের বগুড়া শহর শাখার প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। তবে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে দলের কোনো নেতার নাম উল্লেখ করা হয়নি।
 
বিজ্ঞপ্তি বলা হয়, মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা দাবি করেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার মিথ্যা ও কাল্পনিক অভিযোগে জামায়াতের শীর্ষ নেতাদের জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করছে।
 
দুই বর্ষিয়ান জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা এবং কামারুজ্জামানকে হত্যার পর এবার সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে হত্যার ষড়যন্ত্র চলছে। সাজানো মিথ্যা মামলায় মুজাহিদকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হলে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা তা নীরবে মেনে নেবে না বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
 
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এমবিএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।