ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মনপুরায় ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
মনপুরায় ১৪৪ ধারা জারি

ভোলা: ভোলার মনপুরা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মুখোমুখি অবস্থানের কারণে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাট ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।



পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে বলে বাংলানিউজকে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ হোসেন।

স্থানীয় সূত্র জানায়, মনপুরা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মনপুরা ইউনিয়ন চেয়ারম্যান মো. আলাউদ্দিন হাওলাদার এবং মনপুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য মো. আলমগীরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব রয়েছে।

গত ২৭ অক্টোবর পাওনা টাকা আদায় নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ২২ জন আহত হয়। এ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। শুক্রবার রাতে দুই পক্ষ মুখোমুখি অবস্থা নিলে শনিবার সকাল থেকে রামনেওয়াজ মৎস্যঘাট ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারির নির্দেশ দেয় উপজেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।