ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ককটেল-পাইপগানসহ ২ শিবিরকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
সিলেটে ককটেল-পাইপগানসহ ২ শিবিরকর্মী আটক

সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার দুটি গ্রামে অভিযান চালিয়ে শতাধিক ককটেল, দুটি পাইপগান ও জিহাদি বইসহ দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) ভোরে চালানো অভিযানে তাদের আটক করা হয়।



ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্দি ধর বিষয়টি বাংলানিউজকে জানান।

আটকরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার ফরিদপুর বড়বাড়ি গ্রামের কামরুল ইসলামের ছেলে মোজাম্মেল হক (২২) ও হাঁটুভাঙা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রুম্মন (২১)।

অভিযানের সময় আটক দুই শিবিরকর্মীর বাড়ি থেকে একশো ১টি ককটেল, দুটি পাইপগান ও জিহাদি বই উদ্ধার করে পুলিশ।

এর মধ্যে সাতটি ককটেল আশিগড় গ্রামের জামায়াতকর্মী ইমরুল ইসলাম বকুলের বাড়ি থেকে উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়টি আগেই টের পেয়ে পালিয়ে যায় জামায়াতকর্মী বকুল।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘন্টা,অক্টোবর ৩১,২০১৫
এসএন/এমআইকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।