ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনায় র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনায় র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় জাসদের জেলা ও নগর শাখার উদ্যোগে নগরীর হাদিস পার্ক থেকে এ র‌্যালি শুরু হয়।



র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সমাবেশ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়।

র‌্যালি শেষে নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাসদ খুলনা মহানগর কমিটির সভাপতি রফিকুল হক খোকনের সভাপতিত্বে ও মহানগর জাসদের সাধারণ সম্পাদক খালিদ হোসেনের পরিচালনায় সেখানে প্রধান অতিথি ছিলেন- খুলনা ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাসদের সভাপতি শেখ গোলাম মোর্তুজা, জেলা জাসদের সাধারণ সম্পাদক স, ম, রেজাউল করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এমআরএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।