ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচন কমিশনের পরিবর্তন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

স্টাফ করেসপনেডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
নির্বাচন কমিশনের পরিবর্তন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন না দিয়ে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন সরকারের অনুকূলে  দেশের সামগ্রিক রাজনৈতিক কাঠামো ঢেলে সাজানো ও তাদের ফ্যাঁসিবাদী শাসন দীর্ঘস্থায়ী করারই ‘মাস্টারপ্ল্যান’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর তোপখানা রোডের কমরেড নির্মল সেন মিলনায়তনে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।



সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং বর্তমান ‘অকার্যকরী’ ও ‘অগ্রহণযোগ্য’ নির্বাচন কমিশন পরিবর্তন করে গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠাসহ ১২ দফা দাবি তুলে ধরেন।

১২ দফা দাবি আদায়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নিজেদের আন্দোলন অব্যাহত রাখবে। পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশে দলীয় প্রতীক ‘কোদাল’ মার্কায় স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেবে বলেও জানান দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেন, মন্ত্রিপরিষদ অনেকটা আকস্মিকভাবেই দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। চরম স্বেচ্ছাচারী পন্থায় আমলাতন্ত্রিকভাবে এ সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তের আগে সরকার বা নির্বাচন কমিশন সংসদের ভেতরে-বাইরের রাজনৈতিক দল, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠান, এ সংক্রান্ত বিশেষজ্ঞ ও জনগণের মতামত নেওয়া যেত। তারা কারোরই মতামত নেওয়ার প্রয়োজন বোধ করেনি।

সাইফুল বলেন, দেশের শ্বাসরুদ্ধকর রাজনৈতিক পরিস্থিতিতে এমন সিদ্ধান্তে অনেকগুলো গুরুতর প্রশ্ন ও বিতর্ক দেখা দিয়েছে।   বিদ্যমান অগণতান্ত্রিক পরিবেশে ও এককেন্দ্রিক স্বৈরতান্ত্রিক কাঠামোয় দলবাজির বিপদ, সহিংসতা ও হানাহানি আরও বৃদ্ধি পাবে। স্থানীয় সরকার ব্যবস্থায় সরকারি দলের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব নিরঙ্কুশ হবে।

সাইফুল হক বলেন, ৫ জানুয়ারির নির্বাচন, ঢাকা-চট্টগ্রামের তিন সিটি নির্বাচনের করুণ অভিজ্ঞতায় কার্যত জনগণের ভোটাধিকারই অস্বীকৃত। এমন পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার নিশ্চিত, অবাধ ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি এবং স্বল্পতম সময়ের মধ্যে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা না দিয়ে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন, সরকারের অনুকূলে দেশের সামগ্রিক রাজনৈতিক কাঠামো ঢেলে সাজানো ও তাদের ফ্যাঁসিবাদী শাসন দীর্ঘস্থায়ী করারই ‘মাস্টারপ্ল্যান’।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনে করে, স্থানীয় সরকার ব্যবস্থায় ভাগ-বাটোয়ারা, খবরদারি ও আমলাতান্ত্রিক যে পরিবেশ তৈরি হয়েছে এর সংস্কার না করে নির্বাচন নিয়ে মাতামাতি করে বস্তুত কোনো লাভ হবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির রাজনৈতিক কমিটির সদস্য বহ্নিশিখা জামালি, কেন্দ্রীয় কমিটির সদস্য মুখলেছুর রহমান, আকবর খান, শাহাদাত হোসেন খোকন, আবু হাসান টপি, রাশেদা বেগম প্রমুখ।

বাংলাদশে সময়: ০২০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এসইউজে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।