ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মৌলভীবাজারে বিএনপির সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
মৌলভীবাজারে বিএনপির সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানির বাসভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও পৌরসভার কাউন্সিলর মো. আয়ছ আহমদ এবং পরিচালনা করেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহিতুর রহমান হেলাল।

এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানি।

বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বাদশা ।

সম্মেলনে বক্তব্য রাখেন, কানাডা বিএনপির সভাপতি মো. ফয়সল আহমদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম নোমান, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নাহিদ হোসেন, সদর থানা যুবদলের সভাপতি শেখ শামিম, জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জাকির হোসেন উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক স্বাগত কিশোর দাস চৌধুরী, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ এম নিশাদ প্রমুখ।

পরে পাঁচ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর শাখার কমিটির কথা জানানো হলেও কারো নাম প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।