ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘শকুনের দোয়ায় গরু মরে না’

ডিস্ট্রিক্টি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
‘শকুনের দোয়ায় গরু মরে না’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, তাজিয়া মিছিলে হামলা চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে, বিভিন্ন সময় দেশের মানুষকে হত্যা করা হয়েছে। এসব করে ব্যর্থ হয়ে এখন পথ ধরেছেন বিদেশিদের হত্যা করে আওয়ামী লীগকে সরানোর।

কিন্তু আল্লাহর রহমতে শকুনের দোয়ায় গরু মরে না, গরু মরবেও না ইনশাল্লাহ। ২০১৯ সালেই নির্বাচন হবে, তার একদিন আগেও নির্বাচন হবে না। ’

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজের অবকাঠামো নির্মাণের অগ্রগতি পর্যালোচনা ও এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, আমেরিকা, ব্রিটেন ও ভারতে যেভাবে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়, আগামী নির্বাচন সেভাবেই হবে।

দেশের চিকিৎসকদের প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক ডাক্তার আছেন সরকারি হাসপাতালে চাকরি করেন। কিন্তু সেখানে রোগীদের অপারেশন না করে, ক্লিনিকে পাঠিয়ে দেন। এটা বন্ধ করতে হবে।

আমরা (ডাক্তাররা) নিজেরা দায়িত্ব না পালন করলে শেখ হাসিনা কীভাবে এগিয়ে যাবেন বলে এক প্রশ্নও রাখেন মোহাম্মদ নাসিম।

কুষ্টিয়া মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. ইফতেখার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রমুখ।

এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।