ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

শ্রমিক লীগকে সজাগ থাকার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
শ্রমিক লীগকে সজাগ থাকার আহ্বান এলজিআরডি মন্ত্রীর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন / ফাইল ফটো

ঢাকা: সরকারের বিরুদ্ধে করা নানা ষড়যন্ত্রের ব্যাপারে শ্রমিক লীগকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শ্রমিক লীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।



এ সময় তিনি ২০ দলীয় জোটকে ইঙ্গিত করে বলেন, উনারা ষড়যন্ত্রে লিপ্ত আছেন। বিদেশিদের হত্যা করে অরাজকতা সৃষ্টি করছেন। শ্রমিক লীগ নেতাদের বলবো আপনারা সজাগ থাকবেন।

মন্ত্রী বলেন, উনারা হুমকি দিচ্ছেন, আন্দোলন করে সরকারকে রাস্তায় নামাবেন। আমাদের জন্মই তো রাস্তায়। তারা আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখান। কুপি যদি সূর্যের আলো দিতে চায় তাহলে বিষয়টি কেমন দেখায়।

আন্দোলনের জন্য শ্রমিক লীগই যথেষ্ট মন্তব্য করে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, শ্রমিক লীগ রাস্তায় থাকলেই আপনারা ঘর থেকে বের হতে পারবেন না। আগে শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগকে মোকাবেলা করেন। তারপর আওয়ামী লীগকে মোকাবেলা করতে আসেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, শ্রম আইনকে পর্যায়ক্রমে আরও যুগোপযোগী শ্রম বান্ধব করা হবে। শ্রমিকদের কল্যাণে যা যা করা প্রয়োজন প্রধানমন্ত্রী সবই করবেন। আমাদের প্রধানমন্ত্রী  শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী।

ইতোপূর্বে শ্রমিকদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলেন ধরেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা। তিনি উন্নয়নের প্রতিযোগিতায় নেমেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ধাপে ধাপে দেশকে উন্নত করতে কাজ করে যাচ্ছেন তিনি।  


জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন ন‍াছিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও  শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এমএম/এমআইকে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।