ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে জাতীয় পার্টির সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
মানিকগঞ্জে জাতীয় পার্টির সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: মানিকগঞ্জে জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান।



মানিকগঞ্জ পৌরসভা জাতীয় পার্টির আহ্বায়ক ইয়াহিয়া চৌধুরী ইনুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন-সাবেক সংসদ সদস্য প্রিন্সিপাল আব্দুর রউফ, কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মীর হুমায়ন খান, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেল, জেলা আওয়ামী লীগ নেতা সুলতানুল আজম আপেল, জাতীয় পার্টির নেতা এম এ সোবহান, মোশারফ হোসেন মনজু প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি ও আওয়ামী লীগের প্রতি দেশবাসীর আস্থা নেই। তাই জাতীয় পার্টিকেই দেশের হাল ধরতে হবে।

এ জন্য আগামী পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।