ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জেল হত্যা দিবসে সিলেট আ. লীগের কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
জেল হত্যা দিবসে সিলেট আ. লীগের কর্মসূচি

সিলেট: জেল হত্যা দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আগামী ০৩ নভেম্বর সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় চার নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মুহাম্মদ কামরুজ্জামান ও ক্যপ্টেন মনসুর আলীর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।



এদিন বাদ জোহর হজরত শাহজালাল মাজার মসজিদে জাতীয় চার নেতার রূহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল।

অনুষ্ঠানে আওয়ামী লীগের জেলা ও মহানগর সহযোগী সংগঠনের সব নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এনইউ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।