ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

আইন-শৃঙ্খলার ক্রম অবনতিতে উদ্বিগ্ন বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
আইন-শৃঙ্খলার ক্রম অবনতিতে উদ্বিগ্ন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর / ফাইল ফটো

ঢাকা: জাগৃতি প্রকাশনীর প্রকাশক ও মালিক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা, শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশক ও লেখক আহমেদুর রশীদ টুটুল, কবি তারেক রহিম এবং লেখক-গবেষক রণদীপন বসুকে কুপিয়ে মারাত্মক আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।
 
শনিবার (৩১ অক্টোবার) রাতে দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ উদ্বেগের কথা জানান।


 
মির্জা ফখরুল ইসলাম বলেন, একইদিন প্রায় একই সময় একজন প্রকাশককে কুপিয়ে হত্যা ও অন্য তিনজনকে মারাত্মক আহত করার ঘটনার মধ্য দিয়ে আইন-শঙ্খলা চরম ‍অবনতির বিষয়টি ফুটে উঠেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি গভীর উদ্বেগ প্রকাশ করছে।
 
অনতিবিলম্বে এ ন্যাক্কারজনক হত্যাকাণ্ড ও হত্যার উদ্দেশ্যে হমালার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান তিনি।

তিনি বলেন, সঙ্কটময় এ মুহূর্তে সব দেশপ্রেমী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। রুখে দাঁড়াতে হবে অশুভ শক্তির বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এজেড/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।