ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিদেশি হত্যার ষড়যন্ত্রে লিপ্ত দেশ বিরোধীরা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
‘বিদেশি হত্যার ষড়যন্ত্রে লিপ্ত দেশ বিরোধীরা’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: দেশ বিরোধীরা বিদেশি হত্যার ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।  

শনিবার (৩১ অক্টোবর) বগুড়া শহীদ টিটু মিলনায়তনে বগুড়া ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের ২৬তম বর্ষপূর্তির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশে কোনো জঙ্গিবাদের স্থান নেই। দেশে জঙ্গিবাদ উত্থান ঘটানোর চেষ্টা করেছিলো বিএনপি-জামায়াত জোট। তাদের প্রচার-প্রচারণায় জঙ্গিরা উজ্জীবিত হয়ে উঠেছিলো। কিন্তু বর্তমান সরকার সেই জঙ্গিদের কঠোর হস্তে দমন করেছে। দেশ বিরোধীরা এখন বিদেশি হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে।  
 
জেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি হাফিজুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা তরুণ কুমার চক্রবর্তী, নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহা সুলতানা, জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা কমিটির সভাপতি আব্দুল জলিল, ডেকোরেশন শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক মনছুর রহমান প্রমুখ।
 
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, ২০১৪ সালের নির্বাচনের পরে বিএনপি-জামায়াত জোট দেশে জ্বালাও পোড়াও করেছে। আন্দোলনের নামে তারা শত শত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। তারপর তারা সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারেনি।
 
১৯৭৪ সালে দেশে জনসংখ্যা সাড়ে ৭কোটি থাকা অবস্থায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিলো। আর বর্তমানে ১৬কোটি মানুষের চাহিদা মিটিয়ে বর্তমান সরকার উদ্বৃত্ত খাদ্য রফতানি করছে। ২০২১ সালে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। সরকার সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। ঠিক সেই মুহুর্তে বিদেশি হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা।
 
কোন দল ক্ষমতায় থাকবে বা থাকবেনা তা বাইরে থেকে এসে কেউ  নির্ধারণ করতে পারে না। আগুনের রাজনীতির দিন ফুরিয়ে গেছে। সন্ত্রাসের রাজনীতি দেশে চলতে দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী।
 
সন্ধ্যায় সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৠাফেল ড্র অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এমবিএইচ/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।