ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

হাজীগঞ্জ শহর বিএনপির আহ্বায়কসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
হাজীগঞ্জ শহর বিএনপির আহ্বায়কসহ গ্রেফতার ২ ছবি : প্রতীকী

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ শহর বিএনপির আহ্বায়ক আ. রহমান মিয়াজী ও যুবদল কর্মী বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) দিনগত রাতে হাজীগঞ্জ থানা পুলিশ পৌরসভার টোরাগড় গ্রাম থেকে তাদেরকে আটক করে।



রোববার (০১ নভেম্বর) তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বাংলানিউজকে জানান, আ. রহমানের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও সড়কে প্রতিবন্ধকতার অভিযোগে একটি মামলার ওয়ারেন্ট রয়েছে। মামলা নং জিআর-২৯৩/১৪।

২০১৪ সালে টোরাগড় গ্রামে পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুর ও নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ মামলাটি ছাড়াও তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে।

একই সময়ে টোরাগড় গ্রাম থেকে নাশকতা মামলায় যুবদল কর্মী বাপ্পিকেও গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময় :০৯০১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এমএমএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।