ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে দুই শিবির নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
সিলেটে দুই শিবির নেতা গ্রেফতার

সিলেট: সিলেট নগরী থেকে দুই শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (০১ নভেম্বর) ভোরে নগরীর ১০ নং ওয়ার্ড কলাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতাররা হলেন- কোতোয়ালি থানা শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে মহানগর শিবিরের আইন বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম ও সিলেট সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ড শিবিরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজন ওরফে বাবু।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একাধিক মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি এ দু’জনের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।