ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

যশোর পৌর মেয়রসহ বিএনপির ৬ নেতা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
যশোর পৌর মেয়রসহ বিএনপির ৬ নেতা কারাগারে ছবি: প্রতীকী

যশোর: যশোর পৌরসভার মেয়র ও নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলামসহ জেলা বিএনপির ছয় নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (০১ নভেম্বর) দুপুরে নাশকতার একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইব্রাহিম আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



অন্য নেতারা হলেন, জেলা বিএনপির সহ সভাপতি রফিকুর রহমান তোতন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে জেলা কমিটির সদস্য অনিন্দ্য ইসলাম অমিত ও যশোর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুল কামাল সুইট।

যশোর আদালত পুলিশের পরিদর্শক (ওসি) রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, গত ৫ অক্টোবর নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে তরিকুল ইসলামসহ যশোর জেলা বিএনপির-জামায়াতের ৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করে। ওই মামলায়  তারা দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহীদ ইকবাল বাংলানিউজকে জানান, জামিনের জন্য তারা উচ্চ আদালতে যাবেন।

** যশোরে তরিকুলসহ বিএনপি-জামায়াতের ৬৫ জনের নামে মামলা

বাংলাদেশ সময়:  ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।