ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের মিছিল সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
বগুড়ায় ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের মিছিল সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ধারাবাহিকভাবে মুক্তবুদ্ধি চিন্তার মানুষ, ব্লগার ও লেখক হত্যা এবং যুদ্ধাপরাধীদের পক্ষে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ধৃষ্টান্তমূলক বক্তব্যের প্রতিবাদে বগুড়ায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে।

রোববার (০১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শহরের সাতমাথা এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের গুরুত্বপ‍ূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে ছাত্রফ্রন্টের জেলা শাখার সভাপতি কিবরিয়া হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক শ্যামল বর্মন, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি নাদিম মাহমুদ, রাধা রানী বর্মন, সাদ্দাম হোসেন, শাওন পাল প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা এসব ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এমবিএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।