ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

হান্নান শাহের দুর্নীতি মামলা বাতিলের রায় বহাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
হান্নান শাহের দুর্নীতি মামলা বাতিলের রায় বহাল আ স ম হান্নান শাহ

ঢাকা: পাটমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতির অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের বিরুদ্ধে করা মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
 
দুদকের করা আবেদন খারিজ করে রোববার (০১ নভেম্বর) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।



আদালতে  হান্নান শাহের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী।

মন্ত্রি থাকাকালে ময়মনসিংহের একটি জুট মিলের সম্পত্তি টেন্ডারের মাধ্যমে ৩৩ লাখ ৯৯ হাজার ৫৫০ টাকায় বিক্রির ব্যবস্থা করেন হান্নান শাহ। এতে সরকারের আর্থিক ক্ষতির অভিযোগে ১৯৯৭ সালের ১৯ ফেব্রুয়ারি তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর রমনা থানায় হান্নান শাহের বিরুদ্ধে মামলা করে। পরবর্তীতে ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠন করা হয়।

এদিকে হান্নান শাহ মামলা বাতিলের আবেদন জানালে ২০১২ সালের ২০ জুন হাইকোর্ট মামলা বাতিল করে রায় দেন।

হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে দুদক। রোববার দুদকের এ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।