ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

একাত্তরের পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে চায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
একাত্তরের পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে চায় ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, একাত্তরের পরাজিত শত্রুদের বিষদাঁত এখনো ভাঙা যায়নি। এই অপশক্তি বিভিন্ন সময় নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে।


 
বৃহস্পতিবার দুপুরে (০৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
 
মুজিবুল হক বলেন, যারা নাশকতামূলক কর্মকাণ্ড করে দেশকে অস্থিতিশীল করতে চায় তারা দেশের শত্রু, তাদের কঠোর হস্তে দমন করতে হবে। তথাকথিত হরতালের নামে খালেদা জিয়ার উস্কানিতে কয়েকমাস দেশে মানুষ হত্যা করা হয়েছে। ট্রেনে, বাসে আগুন দিয়ে জ্বালাও-পোড়াও করা হয়েছে।
 
এ সময় তিনি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই পরাজিত শক্তির মোকাবেলা করার আহ্বান জানান।
 
আওয়ামী স্বাধীনতা লীগের আয়োজনে ‘দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তাদের কঠোর হস্তে দমন করতে হবে’ শীর্ষক মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রকিবুল্লাহ।
 
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
টিএইচ/রহমত/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।