ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘জিয়ার সমাধি সরানোর চক্রান্ত জনগণ রুখে দেবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
‘জিয়ার সমাধি সরানোর চক্রান্ত জনগণ রুখে দেবে’ ছবি: রাজীব/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান হুঁশিয়ারি দিয়েছেন, তার দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সরানোর চক্রান্ত ‘জনগণ রুখে দেবে’।

তিনি বলেছেন, বর্তমান সরকার যেভাবে গণতন্ত্র নির্বাসনে দিয়েছে, একইভাবে সংসদ এলাকার জিয়া উদ্যান (চন্দ্রিমা উদ্যান) থেকে জিয়াউর রহমানের মাজার সরানোরও ষড়যন্ত্র করছে।



৭ নভেম্বর উপলক্ষে সোমবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জেড ফোর্স ঢাকা মহানগর দক্ষিণ এ সভার আয়োজন করে।
 
সভার বিশেষ অতিথি আহমেদ আজম খান বলেন, ‘সরকার এখন বেসামাল হয়ে গেছে, কী করবে, কী বলবে ঠিক পাচ্ছে না। সরকার জিয়ার মাজার সরিয়ে কোথায় নিয়ে যেতে চায়? সরকার গণতন্ত্রকে যেভাবে নির্বাসনে দিয়েছে মহানায়ককেও (জিয়া) সেইভাবে নির্বাসনে পাঠাতে চায়। ’

তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতা ছাড়ার আতঙ্কে ভুগছে। এ আতঙ্ক থেকে বের হয়ে এসে জাতীয় সংলাপের আয়োজন করতে হবে। ’
 
সভায় বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী বলেন, প্যারিসে যে হামলা হয়েছে তা অমানবিক। প্যারিসে বড় আকারে হামলা হয়েছে, আর আমাদের দেশে ছোট আকারে হামলা হচ্ছে। এখান থেকে সরকারের শিক্ষা নেওয়া উচিত।
 
সংগঠনের সভাপতি কে এস হোসেন টমাসের সভাপতিত্ব্বে সভায় অংশ নেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

বাংলাদেশ সময় ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এমআইএস/আরএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।