ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

দীপন হত্যায় ওয়ার্কার্স পার্টি নিন্দা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
দীপন হত্যায় ওয়ার্কার্স পার্টি নিন্দা

ঢাকা: ‘জাগৃতি’ প্রকাশনীর প্রকাশক-মালিক ফয়সাল আরেফিন দীপন হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

রোববার (০১ নভেম্বর) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিব‍ৃতিতে এ নিন্দা জানান ওয়ার্কার্স পার্টির সভাপতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক।



বিবৃতিতে ‘শুদ্ধস্বর’ প্রকাশনীর প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, লেখক রণদীপন বসু ও তারেক রহিমকে হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়।

বিবৃতিতে তারা এ ঘটনাকে স্পষ্টতই জঙ্গি হামলা বলে উল্লেখ করেছেন। তারা বলেছেন, স্বাধীনতাবিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক চক্রের স্পষ্ট ইন্ধন ছাড়া এ ধরনের সিরিজ হত্যাকাণ্ডে সম্ভব নয়। দুই জন শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের অপেক্ষায় যখন দেশ, ঠিক তার আগ মুহূর্তে এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা সেদিকেই ইঙ্গিত করে।

বিবৃতিতে তারা আরো বলেন, একের পর এক প্রগতিশীল মুক্তবুদ্ধি চর্চার সৈনিকদের ‘হুমকি দেওয়া হচ্ছে এছাড়া তাদের উপর হামলা করে হত্যা করা হচ্ছে। তারা ঘটনায় জড়িতদের গ্রেফতার করে উপযুক্ত দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।