ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‌’আত্মরক্ষায় জনগণকে ব্রিগেড গড়ে তুলতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
‌’আত্মরক্ষায় জনগণকে ব্রিগেড গড়ে তুলতে হবে’ ছবি: শাকিল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকারের ওপর নির্ভর না করে আত্মরক্ষার জন্য জনগণের প্রতি প্রতিরোধ ব্রিগেড গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

শনিবার (১ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ আয়োজিত বিক্ষোভ-সমাবেশে এ আহ্বান জানান তিনি।




জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশিদ চৌধুরী টুটুল, কবি তারেক রহিম ও লেখক রণদীপম বসুর ওপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ধারাবাহিকভাবে একের পর এক হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে। বিদেশি হত্যা, তাজিয়া মিছিলে হামলার পর শনিবার লেখক ও প্রকাশকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড অপদার্থ সরকারের ব্যর্থতাকে আরও স্পষ্ট করেছে। তাই সরকার ও প্রশাসনের ওপর নির্ভর না করে সারাদেশে প্রতিবাদের ঝড় তুলতে হবে। জনগণকেই সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আত্মরক্ষার জন্য পাড়া-মহল্লা, স্কুল-কলেজ সর্বত্র প্রতিরোধ ব্রিগেড গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, সরকারের ভূমিকা এখন প্রচণ্ডভাবে প্রশ্নবিদ্ধ। একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও, সরকার কোনোটারই কূল-কিনারা করতে পারছে না। প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যকারীদের ধরতে সরকারের সময় লাগে না। আইসিটি আইনে ব্লগারদের গ্রেফতার করতে পারলেও, সরকার খুনীদের ধরছে না। জনগণের নিরাপত্তা দিতে না পারার ব্যর্থতা ও খুনীদের ধরতে না পারার জন্য সরকারই দায়ী। স্বরাষ্ট্রমন্ত্রীর আর এক মুহূর্তও দায়িত্বে থাকার সুযোগ নেই।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- বাসদ’র কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ। এ সময় বাসদ’র সাধারণ সম্পাদক খালেকুজ্জামানসহ সিপিবি-বাসদ- কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।