ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘দীপনের বাবা হয়তো খুনিদের মতাদর্শে বিশ্বাসী’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
‘দীপনের বাবা হয়তো খুনিদের মতাদর্শে বিশ্বাসী’ মাহবুব উল আলম হানিফ

ঢাকা: জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক খুনিদের রাজনৈতিক ‘মতাদর্শে’ বিশ্বাসী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ।
 
রোববার (০১ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভার প্রস্তুতি দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।


 
জেলহত্যা দিবস উপলক্ষে সোমবার (০২ নভেম্বর) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ।
 
জনসভার প্রস্তুতি পরিদর্শনে গিয়ে হানিফ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
 
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত হন ফয়সাল আরেফিন দীপন।

খুন হওয়ার পর ছেলে হত্যার বিচার চান না বলে ক্ষোভ প্রকাশ করেন অধ্যাপক আবুল কাসেম।

তিনি বলেন, আমি কোনো বিচার চাই না। আমি চাই, শুভবুদ্ধির উদয় হোক। যারা ধর্মনিরপেক্ষতাবাদ নিয়ে রাজনীতি করছেন, যারা রাষ্ট্রধর্ম নিয়ে রাজনীতি করছেন- উভয় পক্ষ দেশের সর্বনাশ করছেন। উভয় পক্ষের শুভ বুদ্ধির উদয় হোক।

একজন বাবা হিসাবে অধ্যাপক ফজলুল হক বিচার চান না কেন,  এ সমালোচনা করে করে মাহবুব উল আলম হানিফ বলেন, উনি পুত্র হত্যার বিচার চান না। হত্যাকাণ্ডটি রাজনৈতিক। আমি অবাক হয়েছি। আমার মনে হয়, যারা এই খবরটি পড়েছেন সবাই অবাক হয়েছেন। একজন পুত্রহারা পিতা সন্তানের হত্যার বিচার চান না, এটি বাংলাদেশে প্রথম। পৃথিবীতেও এমনটি আমি দেখিনি।
 
তিনি বলেন, এটির কারণ একটিই হতে পারে, দীপনের বাবা হয়তো খুনিদের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। ওনার দলের লোকজনদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চান না বলেই উনি এ ধরনের কথা বলেছেন। এটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। আমিও একজন বাবা। বাবা হিসেবে আমি নিজেও তার এই বক্তব্যে লজ্জিত।
 
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে হানিফ বলেন, দু-একটি ঘটনায় সরকার বিব্রত হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে তো বহু আগে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বিব্রত হয়ে যেত। ওখানে তো বহু ঘটনা ঘটেছে।
 
আওয়ামী লীগের এ নেতা বলেন, এটি রাজনৈতিক হত্যাকাণ্ড। আমরা সবসময় বলে এসেছি, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য সুপরিকল্পিতভাবে একাত্তরে পরাজিত শক্তিরা এসব কাজ করছে। সরকার আর যাই করুক যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে সমঝোতা করতে পারে না।
 
আওয়ামী লীগের সমাবেশে নাশকতা আশঙ্কা রয়েছে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, আমরা কোনো শঙ্কা প্রকাশ করছি না। আজকে যারা ব্লগার বা মুক্তচিন্তার মানুষ হত্যা করছে এসবকিছু যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য।
 
তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার জন্য পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটিয়ে জনমনে ভীতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।

এসময় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, আওয়ামী লীগ নেতা আব্দুছ ছাত্তার, অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এমইউএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।