ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মৌলভীবাজার-৩ উপ-নির্বাচন

আ. লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
আ. লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান

ঢাকা: মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে দলটি।

উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আগামী ০৬ ও ০৭ নভেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

আগামী ০৮ নভেম্বর দুপুর ২টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেওয়ার কথা বলা হয়।

রোববার (০১ নভেম্বর) রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়গুলো জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত ফি বাবদ নগদ পঁচিশ হাজার টাকা জমা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

আগামী ০৮ নভেম্বর সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এমইউএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।