ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ব্যানারে উপমন্ত্রীর নাম না থাকায় যত কাণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
ব্যানারে উপমন্ত্রীর নাম না থাকায় যত কাণ্ড ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়

ঢাকা: জাতীয় যুব দিবসের ব্যানারে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের নাম না থাকায় মন্ত্রণালয়ে তুলকালাম হয়েছে। এ ঘটনায় উপমন্ত্রী নিজেই দরজা বন্ধ করে সহকারী সচিবকে রুম থেকে বের করে দেন।

পরে যুগ্ম-সচিবের টেবিল চাপড়ে ক্ষোভের বর্হিপ্রকাশ ঘটান।

রোববার (০১ নাভেম্বর) সচিবালয়ে এ ঘটনা ঘটে। এর আগে সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে টানানো ব্যানারে তার নাম না থাকায় তিনি ক্ষুব্ধ হন।

এ ঘটনায় ক্ষোভের মুখে পড়েন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। ওই মিলনায়তনে অনুষ্ঠান শুরুর আগে প্রতিমন্ত্রীর সঙ্গে উপমন্ত্রীর কথা কাটাকাটিও হয়। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, অনুষ্ঠানে কী ঘটেছে তারা তা জানেন না।

এ ঘটনার কিছুক্ষণ পর সংবাদকর্মীরা ছুটে গিয়ে মন্ত্রণালয়ে নিরবতা দেখতে পান। সংবাদকর্মীদের আগেই ঘটনাস্থলে ছুটে যান গোয়েন্দা সংস্থার কর্তব্যরত কর্মকর্তারা। ওই ঘটনার পর পুলিশ তথ্য সংগ্রহ করতে গেলে মন্ত্রণালয়ে শান্ত পরিবেশ দেখে ফিরে আসে। নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা সংস্থা ও উপস্থিত পুলিশ কর্মকর্তারা সংবাদকর্মীদের কাছে এ ঘটনার বর্ণনা দেন।

এ বিষয়ে জানতে উপমন্ত্রী আরিফ খান জয়ের মোবাইল ফোনে কল দিলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। অপরদিকে, প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করে কেটে দেন।

সবশেষে উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মফিজুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই সময় আমি সেকশনে ছিলাম, কী ঘটেছে আমি জানি না।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসএমএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।