ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা রিপনের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা রিপনের ড. আসাদুজ্জামান রিপন

ঢাকা: দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মুখপাত্র ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে আসাদুজ্জামান রিপন বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সারাদেশে নতুন করে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বাড়ীঘর তল্লাশি করা হচ্ছে এবং এ পর্যন্ত প্রায় তিন সহস্রাধিক নেতা-কর্মীকে গত কয়েকদিনে গ্রেফতার করা হয়েছে।

আমরা সরকারকে এ অপরাজনীতির কৌশল থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি। গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের মুক্তিদানের আহ্বান জানাচ্ছি। ধরপাকড় বন্ধ করারও আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।