ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর জনসভায় জনস্রোত

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
প্রধানমন্ত্রীর জনসভায় জনস্রোত ছবি: আরিফ জাহান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: আর মাত্র কয়েক মিনিট। এরপরই বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের আলতাফুন্নেচ্ছা খেলার মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধান অতিথি হিসেবে তিনি জনসভায় বক্তৃতা রাখবেন।
 
সরেজমিনে দেখা যায়, শেষ মুহূর্তে সভায় যোগ দিতে দলীয় নেতাকর্মীদের স্রোত নেমেছে। পাশাপাশি সাধারণ মানুষও ছুটছেন জনসভার দিকে। দলীয় প্রতীক নৌকা, বিভিন্ন বাদ্যযন্ত্র ও গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলতে খেলতে নেতাকর্মীরা ছুটছেন জনসভাস্থলে।

বেলা ২টা ২০ মিনিটে এ সংবাদ লেখা পর্যন্ত জনসভাস্থল লোকসমাগমে ভরে গেছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপরের দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় এমনই দৃশ্য দেখা যায়।

আরও দেখা যায়, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষজন বিভিন্ন প্রবেশ পথ দিয়ে শহরে আসছেন। বিভিন্ন এলাকা থেকে আসা দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে শহরে প্রবেশ করছেন। প্রতিটি মিছিল শহরের সাতমাথার সাতপাকে এসে মিলিত হচ্ছে। এসময় দলীয় নেতাকর্মীরা নানা স্লোগানে সভাস্থল মাতিয়ে রাখছেন।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিলগুলো সাতমাথা হয়ে জনসভাস্থল আলতাফুন্নেচ্ছা খেলার মাঠের দিকে যাচ্ছে। সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা কাজ শেষে দলীয় নেতাকর্মীদের মাঠে প্রবেশ করতে দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এমবিএইচ/এসএস

** বগুড়ায় প্রধানমন্ত্রীর জনসভা চলছে
** প্রধানমন্ত্রীর জনসভা এলাকা থেকে সন্দেহভাজন যুবক আটক
** পতাকার মর্যাদা যেনো ক্ষুণ্ণ না হয়
** প্রধানমন্ত্রীর জনসভায় নেতা-কর্মীদের ঢল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।