ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীর মহিলা দল নেত্রী নুরুন্নাহার গ্রেফতারের প্রতিবাদ রিপনের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
রাজশাহীর মহিলা দল নেত্রী নুরুন্নাহার গ্রেফতারের প্রতিবাদ রিপনের ড. আসাদুজ্জামান রিপন

ঢাকা: রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর এবং জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগর সভানেত্রী নুরুন্নাহারকে গ্রেফতার করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন, সারাদেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতারের ধারাবাহিকতায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও পরপর চারবার নির্বাচিত কাউন্সিলর এবং জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগর সভানেত্রী নুরুন্নাহারকে গ্রেফতার করা হয়েছে।

তিনি নুরুন্নাহারকে গ্রেফতার ও কারাগারে প্রেরণের ঘটনায় নিন্দা জানান।

এছাড়া অবিলম্বে নুরুন্নাহার এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তার মুক্তির জোর দাবিও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।