ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

অপহরণের তিনদিন পর চুয়াডাঙ্গায় মিললো ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
অপহরণের তিনদিন পর চুয়াডাঙ্গায় মিললো ব্যক্তির মরদেহ

চুয়ডাঙ্গা: চুয়াডাঙ্গার ভূলটিয়া গ্রামের মাঠ থেকে রবিউল ইসলাম রবি নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রবির ছেলে রানা তার বাবার মরদেহ শনাক্ত করেন।



রবিউল ইসলাম রবি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে।

রানা জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) একটি মামলার হাজিরা শেষে বাড়ি ফেরার সময় তার সামনেই দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলতলা বাজার থেকে রবিকে একদল দুর্বৃত্ত তুলে নিয়ে যায়।

এ প্রসঙ্গে সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বায়েজিদ জানান, মঙ্গলবার দ‍ুপুরে রবিকে অপহরণ করা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টার পর চুয়াডাঙ্গা জেলা সীমানার ভেতরে ভুলটিয়া গ্রামের ময়না ভাগাড়ের মাঠে অজ্ঞাতপরিচয় ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা থানার খবর দেয়। পরে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে রবির ছেলে রানা তার বাবার মরদেহ শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে।

ঝিনাইদহ কাষ্টভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মরতোজা লিটু জানান, রবির নামে একটি সংঘর্ষের মামলা থাকলেও তিনি সক্রিয়ভাবে কোনো দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। গ্রাম্য দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।